বাংলাদেশ একটি ক্রিকেট পাগল দেশ। যা বাংলাদেশের কোনো আন্তর্জাতিক খেলার সময় লক্ষ্য করা যায়। এছাড়াও গ্রাম, গঞ্জে, পাড়ায়, মহল্লায় সর্বসাধারণের ক্রিকেট খেলাই বলে দেয় যে বাংলাদেশে ক্রিকেট খেলা কতটা জনপ্রিয় একটি খেলা। যার ফলস্বরূপ বাংলাদেশের গ্রাম, গঞ্জে লক্ষ্য করলে দেখা যায় বিশেষ করে শীতকালে টুর্নামেন্টের আয়োজন করা হয় বা আয়োজন হয়ে থাকে। তো সেগুলোতে টিম ম্যানেজম্যান্টের জন্য স্কোর লেখার জন্য কাগজকলমে লেখালেখি করে হিসেব করতে হয়। যা খুবই কষ্টসাধ্য ব্যাপার, অনেক সময় ভুলভ্রান্তিও হওয়ার সম্ভাবনা থাকে। আর এই বিষয়টি যদি সহজ করতে চান তাহলে তা আপনি আপনার হাতে থাকা মোবাইল বা স্মার্টফোন দিয়ে করতে হয়। কারণ আজকের এই টপিকে আমরা স্মার্টফোনের একটি অ্যাপ নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি সহজে ক্রিকেট খেলার স্কোর লিখতে পারবেন তাও আবার টিভিতে এবং অনলাইনে আমরা যেভাবে ক্রিকেট স্কোর দেখতে পাই তার মতো।
অ্যাপ এর বিবরণঃ
অ্যাপটির নাম Cricket Scorer অ্যাপটি ব্যবহার করতে চাইলে আপনার একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকা লাগবে। অ্যাপটির দুইটি ভার্সন রয়েছে, একটি ফ্রি এবং একটি প্রিমিয়াম। আমরা সকলেই জানি যে ফ্রিতে যে অ্যাপ থাকে সেটিতে বিজ্ঞাপন দেখানো সহ আরও বেশকিছু স্পেশাল ফিচার ব্যবহার করা যায় না। আর প্রিমিয়াম এর ক্ষেত্রে এক্সট্রা সুবিধাভোগ করা যায় তবে সেক্ষেত্রে টাকা দিয়ে প্রিমিয়াম অ্যাপ ক্রয় করে তারপরে ব্যবহার করতে হয়। ফ্রি ভার্সনটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।
ব্যবহারবিধিঃ
আপনি যদি কোনো ক্রিকেট টুর্নামেন্ট বা সাধারণ খেলার আয়োজন করে থাকেন তাহলে সেটিকে অ্যাপের মাধ্যমে সহজেই স্কোরিং করতে পারবেন যা আমরা ইতিমধ্যে জেনেছি। তো তা আমরা কিভাবে করতে পারি তাই এখন আমরা নিচ থেকে স্ক্রিনশট সহকারে বিস্তারিত জেনে নিবো।
প্রথমত অ্যাপটি চালু করলে ঠিক উপরের স্ক্রিনশটের মতো আসবে। এখানে সর্বপ্রথম Teams এর এখানে দলের নাম লিখতে হবে, হোস্ট টিম কারা, ভিজিটর টিম কারা। তারপর Toss won by এর এখানে কোন দল টসে জিতলো তা সিলেক্ট করে দিন। যে দল টসে জিতলো তারা এখন ব্যাট নাকি বল নিবে সেটা সিলেক্ট করে দিন Opted to এর এখান থেকে এবং সর্বশেষ Overs এখানে কত ওভারের খেলা তা লিখুন তারপর Start Match বাটনে ট্যাপ করুন।
এছাড়াও Advanced settings এ ট্যাপ করে আপনি আরও বেশকিছু বিষয় মডিফাই করতে পারবেন। আর তা হলো একটি দলে কতজন খেলোয়াড় খেলবে তা Players per team এর ঘরে লিখুন। No ball এবং Wide ball এর ক্ষেত্রে কত রান হবে এবং সে বল কি আবার পুনরায় করবে কিনা তাও মডিফাই করতে পারবেন। তবে এই বিষয়টা হচ্ছে ঐচ্ছিক।
তারপর স্ট্রাইকারে কে খেলবে, নন স্ট্রাইকারে কে খেলবো তার নাম লিখুন এবং ওপেনিং বলারের নাম লিখুন। তারপর স্টার্ট ম্যাচ বাটনটিতে ক্লিক করুন।
তারপর উপরের স্ক্রিনশটের মতো আসবে। এখানে বলে বলে কত রান হচ্ছে সে অনুযায়ী ট্যাপ করুন। এছাড়াও ওয়াইড, নো বল, বাইস, লেগ বাইস, উইকেট হলে তা সিলেক্ট করুন। পাশাপাশি চাইলে এন্ট্রি দেওয়াতে কোনোকিছু ভুল হলে আনডু বাটনের মাধ্যমে তা কারেকশন করতে পারবেন অর্থাৎ একধাপ পিছনে ফিরে আসতে পারবেন।
পার্টনারশিপ বাটনের মাধ্যমে দুই ব্যাটসম্যানের একত্রে কত রান নিয়েছেন তা দেখে নিতে পারবেন।
এক্সট্রা বাটনের মাধ্যমে অতিরিক্ত কোন দিক দিয়ে কত রান এসেছে তা জেনে নিতে পারবেন। এছাড়াও একদম উপরে কোন ব্যাটসম্যান কত রান, কোন বলার কত বল, রান রেট, রান সহ ইত্যাদি উপর থেকে জেনে নিতে পারবেন বা দেখতে পারবেন।
প্রথম ওভার যখন শেষ হয়ে যাবে তখন ঠিক উপরের স্ক্রিনশটের মতো আসবে। এখানে আপনাকে আবার নতুন একজন বোলারের নাম সেট করতে হবে। তো এই ক্ষেত্রে এখানে নতুন বা বর্তমান বলারের নাম লিখুন। যদি আগে থেকে উক্ত বলারের নাম এন্ট্রি করা থাকে তাহলে তা আপনাকে সাজেস্ট করা হবে। বলারের নাম এন্ট্রি দেওয়ার পরে Done বাটনে ট্যাপ করুন।
আর এইভাবে ধাপে ধাপে সামনের দিকে কার্যক্রম চালাতে থাকবেন। প্রথম ইনিংসের যখন একদম শেষমুহুর্তে চলে আসবেন, তখন ঠিক উপরের স্ক্রিনশটের মতো আসবে।
তারপর আবার দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে উপরের স্ক্রিনশটের মতো সবকিছু পূর্বের দেখানো নিয়ম অনুযায়ী করে নিবেন এবং স্টার্ট ম্যাচে ট্যাপ করবেন।
এরপর এইভাবে কার্যক্রম চালানোর একদম শেষ পর্যায়ে গিয়ে যে দল জয়লাভ করবে সে দলকে উপরের স্ক্রিনশটের মতো শুভেচ্ছামূলক বার্তা প্রদান করে উইস করা হবে।
এছাড়াও অ্যাপটিতে টিভিতে বা অনলাইনে স্কোর দেখানোর বোর্ড বা ড্যাশবোর্ডের উল্লেখিত খেলাে স্কোরবোর্ড দেখতে পারবেন।
টিভি বা অনলাইনের মতো খেলার গ্রাফিক আকারে অ্যানালাইসিস বা বিশ্লেষণ বা তুলনাও দেখতে পারবেন।
এটির মূল যে বিশেষত্ব সেটি হচ্ছে আপনার সকল খেলার স্কোর সংরক্ষিত থাকবে যা পরবর্তীতেও চাইলে দেখা যাবে এবং সবগুলো দলের তালিকাও দেখা যাবে যা Teams ট্যাপ করলে দেখতে পারবেন।
সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট - www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।
আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।
0 comments:
Post a Comment