বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু হয়েছিল ২০১০ সালে হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন। বিশেষ করে যারা চাকুরি প্রার্থী আছেন তারা এই বিষয়টি না জেনে থাকলে এখনই জেনে নিন। কেননা প্রায় নিয়োগ পরীক্ষার মধ্যে এই প্রশ্নটি এসে থাকে। মোবাইল ব্যাংকিং সেবার শুরু থেকে এই পর্যন্ত ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা bKash বেশ ভালো অবস্থানে অবস্থান করতেছে। কারণ তারা গ্রাহকের সেবার মানোন্নয়ন করতে কখনো কৃপণতা করে না। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে ভালো সার্ভিস দেওয়ার জন্য তাদের ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকের কথা মাথায় রেখে নিত্যনতুন বিষয় বা ফিচার নিয়ে আসতেছে। তো তারই একটি বিষয় নিয়ে আমাদের আজকের টপিক। মূলত আপনি যদি বিকাশ ব্যবসায়ী হোন তাহলে আপনার জন্য এই পোস্ট।
bKash Merchant অ্যাপঃ
বিকাশ এই পর্যন্ত তাদের সার্ভিসের পরিক্রমা দিনদিন বৃদ্ধি করে চলেছে। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে এই পর্যন্ত তারা বেশ কয়েকটি অ্যাপ তৈরি করেছে। তাদের তৈরি করা সর্বশেষ অ্যাপটি হচ্ছে bKash Merchant অ্যাপ। যেটা মূলত ব্যবসায়িদের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ তাদের ব্যবসায়িক পার্টনারদের জন্য।
ডাউনলোডঃ
বিকাশ মার্চেন্ট অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.bKash.merchantapp লিংকে ক্লিক করুন।
bKash Merchant অ্যাপ এর বৈশিষ্ট্যঃ
বিকাশ মার্চেন্ট অ্যাপে বেশকিছু ফিচার বা বৈশিষ্ট্য রয়েছে। যেগুলোর সাহায্যে আপনি সহজে আপনার বিকাশের কার্যক্রমগুলি পরিচালনা করতে পারবেন। নিচে বিকাশ মার্চেন্ট অ্যাপের বৈশিষ্ট্যগুলি পয়েন্ট আকারে তুলে ধরা হলো।
সহজ অনবোর্ডিংঃ
বিকাশ মার্চেন্ট অ্যাপে সহজে রেজিস্ট্রেশন এবং লগইন করা যায়। অ্যাপটি ডাউনলোড করার পরে আপনার বিকাশ মার্চেন্ট একাউন্ট নাম্বার দিন। ওটিপি যাচাই হয়ে যাওয়ার পর পিন নাম্বার দিন। এরপর আপনি মার্চেন্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন।
তাৎক্ষণিক পেমেন্ট নোটিফিকেশনঃ
কোনো পেমেন্ট গ্রহণের পর আপনার মার্চেন্ট অ্যাপে তাৎক্ষণিক পেমেন্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার সুবিধার জন্য মোবাইলের লক-স্ক্রিনেও একটি নোটিফিকেশন দেখা যাবে।
যেকোনো সময় পেমেন্ট গ্রহণঃ
আপনার মার্চেন্ট অ্যাপ থেকে যেকোনো বিকাশ গ্রাহককে আপনার মার্চেন্ট QR কোডটি দেখান। যেকোনো সময়, যেকোনো স্থানে পেমেন্ট গ্রহণ করুন এবং প্রয়োজনে মার্চেন্ট QR কোড ডাউনলোড করে তা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
দ্রুত ব্যালেন্স দেখুনঃ
আপনি যখন খুশি মার্চেন্ট অ্যাপ হোম স্ক্রিনে "ব্যালেন্স দেখতে ট্যাপ করুন" বাটন ট্যাপ করে আপনার মার্চেন্ট একাউন্টের ব্যালেন্স জেনে নিতে পারবেন।
সর্বশেষ লেনদেন সম্পর্কে জানুনঃ
সর্বশেষ ১০টি লেনদেন সম্পর্কে তারিখ, সময়, পরিমাণ, একাউন্ট নাম্বার, চার্জ, ট্রানজেকশন আইডি, রেফারেন্স এবং ক্যাশব্যাক ও অন্যান্য তথ্যসহ বিস্তারিত জানুন অ্যাপ হোম স্ক্রিন থেকেই।
গত ৩০ দিনের লেনদনের বিবরণঃ
আপনার লেনদেনের বিস্তারিত তথ্য জেনে ব্যবসায় তা কাজে লাগাতে আপনি সহজেই মার্চেন্ট অ্যাপের লেনদেনসমূহ ট্যাব থেকে লেনদেনের বিস্তারিত দেখতে পারবেন এবং গত ৩০ দিনের লেনদেনের তথ্য চেক করতে পারবেন। লেনদেনের তথ্য ‘ইন / আউট/কাউন্টার’ অপশন ব্যবহার করে ফিল্টার করা যায়।
লেনদেন খুঁজুনঃ
যেকোনো নির্দিষ্ট লেনদেন দ্রুত খুজে বের করুন । অ্যাপের হোম স্ক্রিনে খুঁজুন আইকনটিতে ট্যাপ করে ট্রানজেকশন আইডি বা গ্রাহকের সম্পূর্ণ বিকাশ একাউন্ট নাম্বার লিখে যেকোনো নির্দিষ্ট লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে নিন।
একাউন্ট স্টেটমেন্টঃ
প্রতি মাসের শেষে ই-মেইলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার মাসিক লেনদেনের স্টেটমেন্ট গ্রহণ করুন। পর্যায়ক্রমিক স্টেটমেন্ট অ্যাপ থেকেও তৈরি করা যায়।
এজেন্ট ক্যাশ আউটঃ
এজেন্ট কিউআর কোড স্ক্যান করে বা এজেন্ট নাম্বার টাইপ করে সরাসরি এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন।
পে বিলঃ
মার্চেন্টগণ যে কোনো গ্রাহকের পক্ষে মার্চেন্ট অ্যাপ থেকে ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট) প্রদান করতে পারেন এবং তাৎক্ষণিক পে বিল নোটিফিকেশন এবং ডিজিটাল রিসিট গ্রহণ করতে পারেন।
কাউন্টার পেমেন্ট গ্রহণঃ
আপনার মার্চেন্ট অ্যাপ থেকে একাধিক কাউন্টার তৈরি করে এবং কাউন্টার কিউআর কোড দেখিয়ে বিকাশ পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এভাবে একটি হ্যান্ডসেটের উপর নির্ভরশীলতা দূর করা সম্ভব।
মার্চেন্ট পেমেন্টঃ
মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে বা মার্চেন্ট একাউন্ট নাম্বার টাইপ করে নির্বাচিত বিকাশ মার্চেন্টরা অন্য মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন।
সেন্ড মানিঃ
গ্রাহকের কিউআর কোড স্ক্যান করে বা গ্রাহকের একাউন্ট নাম্বার টাইপ করে পার্সোনাল রিটেইল একাউন্ট ব্যবহারকারীরা খুব সহজেই অন্য বিকাশ গ্রাহককে সেন্ড মানি করতে পারবেন। এই ফিচারটি শুধুমাত্র পার্সোনাল রিটেইল একাউন্ট ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে।
লেনদেন বাতিলঃ
এখন থেকে মার্চেন্ট খুব সহজেই যেকোনো বিকাশ গ্রাহকের পেমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে বাতিল করতে পারবেন। এতে গ্রাহকের টাকা পুনরায় গ্রাহকের একাউন্টে ফেরত দেওয়া সম্ভব হবে। এর ফলে মার্চেন্ট এবং গ্রাহক উভয় পক্ষেই ভুল পেমেন্ট এবং পণ্য ফেরত সংক্রান্ত নানাবিধ সমস্যার সমাধান হবে।
মতামতঃ
বিকাশ মার্চেন্ট অ্যাপ ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে বা মার্চেন্ট সার্ভিস নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে এই মতামত ফর্মের সাহায্যে অবহিত করতে পারবেন।
বিকাশ বিজনেস ড্যাশবোর্ডে সাইন আপঃ
এখন বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকেই খুব সহজেই বিকাশ বিজনেস ড্যাশবোর্ডে সাইন আপ করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।
সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট - www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।
0 comments:
Post a Comment