Loading...
Thursday, March 23, 2023

পিসিতে যেকোনো ধরনের ফাইল রান বা ওপেন করুন একটি সফটওয়্যারের মাধ্যমে।



ধরুন আপনি একদম নতুন একজন কম্পিউটার ব্যবহারকারী। এখন আপনার কাছে বেশকিছু প্রোগ্রাম বা সফটওয়্যারের ফাইল রয়েছে এগুলো কোন প্রোগ্রাম বা সফটওয়্যারের ফাইল তা আপনার জানা নেই। এছাড়াও উক্ত ফাইলের মূল প্রোগ্রাম বা সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করা নেই যার কারণে আপনি এই ফাইলগুলি ওপেন করে ব্যবহার করতে পারতেছেন না। তাহলে এখন কী করবেন বসে থাকবেন? না কখনোই না। কারণ আমি আজকে আপনাদের সামনে এক সফটওয়্যারের তথ্য জানাতে হাজির হয়েছি। যার মাধ্যমে প্রায় প্রয়োজনীয় সকল প্রোগ্রামের ফাইলই ওপেন করা যায়।

সফটওয়্যারটির তথ্যঃ
নামঃ Free Opener
সাইজঃ ৩.৪৭ এমবি
প্লাটফর্মঃ উইন্ডোজ
ডেভেলপারঃ EZ Freeware
ডাউনলোডঃ ক্লিক করুন

Free Opener এর মাধ্যমে যেকোনো ধরনের ফাইল অপেন করুনঃ

ফ্রি ওপেনার হল একটি পোর্টেবল ফ্রিওয়্যার সফটওয়্যার। যার মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ৩৫০ টিরও বেশি বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যারের ফাইল বা টাইপের ফাইল ওপেন করতে পারবেন। বিশেষ করে নিচে উল্লেখিত অতি প্রয়োজনীয় বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার বা বিভিন্ন টাইপের ফাইলগুলি আপনি এটির মাধ্যমে ওপেন করতে পারবেন।

অতি প্রয়োজনীয় ফাইলগুলি হলো,
DOC, AVI, DOCX, ZIP, JAR, RAR, PDF, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, RAW, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F, CSV, CS, INI, MPEG, MPG, etc.

ফাইল ওপেন করার উদাহরণঃ

আমি আপনাদের কিছু স্ক্রিনশটের মাধ্যমে এই সফটওয়্যারটিতে অতি প্রয়োজনীয় কিছু ফাইল ওপেন করে দেখাচ্ছি।

উপরের স্ক্রিনশটটি লক্ষ্য করে দেখেন আমরা একটি PDF ফরমেটের ফাইল ফ্রি ওপেনার সফটওয়্যারটির মাধ্যমে ওপেন করেছি।

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর pps ফরমেটের একটি ফাইল ফ্রি ওপেনার সফটওয়্যার এর মাধ্যমে ওপেন করেছি স্ক্রিনশটটি লক্ষ্য করলে বুঝতে পারবেন।

একটি Doc ফাইল যা কিনা মাইক্রোসফট ওয়ার্ড এর একটি ফাইল। সেটিও আমরা এই ফ্রি ওপেনার সফটওয়্যার এর মাধ্যমে ওপেন করেছি ঠিক উপরের স্ক্রিনশটের মত।

একটি jpg ফরমেটের ছবির ফাইল ঠিক উপায় স্ক্রিনশটের মত আমরা এই ফ্রি ওপেনার সফটওয়্যার এর মাধ্যমে ওপেন করেছি।

নোট সফটওয়্যার এর csv ফরমেটের ফাইল ঠিক উপরের স্ক্রিনশটের মতো আমরা ফ্রি ওপেনার সফটওয়্যারে ওপেন করেছি।

স্ক্রিনশটের মতো অডিও ফাইল অর্থাৎ mp3 ফরমেটের একটি মিউজিক আমরা ফ্রি ওপেনার সফটওয়্যারে ওপেন করেছি।

ফ্রি ওপেনার সফটওয়্যারে ভিডিও ফরমেটের mpg ফাইল ফ্রি ওপেনার সফটওয়্যারে ঠিক উপরের স্ক্রিনশটের মতো ওপেন করেছি।

উপরোল্লিখিত যেকোনো ধরনের ফাইলে আপনি ডাবল ক্লিক করে ফ্রি ওপেনার এর মাধ্যমে ওপেন করতে পারবেন ঠিক আমার দেখানো ফাইলগুলির মতো। তবে এখানে কথা আছে, কথাটি হলো যদি কোনো ফাইলের মূল প্রোগ্রাম বা সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল বা সেটাপ করা থাকে তাহলে কিন্তু সেই ফাইল সেই প্রোগ্রামেই ওপেন হবে ফ্রি ওপেনারে হবে না। সুতরাং আপনি যে ফাইলটি ওপেন করতে চান সেটির মূল প্রোগ্রাম যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে তাহলে তখনই মূলত এই ফ্রি ওপেনার সফটওয়্যারটি সঠিকভাবে কাজ করবে।

মনে রাখবেন প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করার জন্য আপনার অজান্তেই বিভিন্ন কোডেক উপাদান এবং .NET ফ্রেমওয়ার্ক ইনস্টল করবে। তো এই ছিলো মূলত আমার আজকের টপিকের মূল বিষয়বস্তু। আশা করি এই সফটওয়্যারটি আপনাদের পছন্দ হবে এবং খুব কাজে আসবে।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট - www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

0 comments:

Post a Comment

 

Enter your email address:

Delivered by Mahbub Pathan


Home | About US | Ceo and Founder | Privacy Policy | Terms and Conditions | Contact Us
TOP