আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার অথবা অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার জন্যই আমার আজকের এই টপিক। আমি আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যার মাধ্যমে আপনি সহজে যেকোন রংয়ের বা কালারের বিভিন্ন টাইপের কোড বা মান বের করতে পারবেন। এতে করে আপনি আপনার কাজের ক্ষেত্রে একধাপ এগিয়ে যাবেন অর্থাৎ আপনি যে কাজ করেন না কেন আপনার কাজ সহজ হয়ে যাবে।
ধরুন আপনার কোন ফাইলের বা ছবির ভিতরে উল্লেখ থাকা রং বা কালার পছন্দ হয়েছে এখন আপনি রং বা কালারটি আপনার ওয়েবসাইটের ডিজাইনের মধ্যে বসাতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন। তখন আপনাকে তো এর কোড বা মান জানতে হবে তা না হলে আপনি কিভাবে দিবেন। হয়তো আপনি বলতে পারেন আমি রং বা কালারের কোড বা মানের পরিবর্তে নাম ব্যবহার করব। হ্যাঁ ঠিকাছে আপনি নাম ব্যবহার করতে পারেন কিন্তু আপনার পছন্দের রং বা কালারটি হয়তো যে রং পছন্দ করেছেন সেটির অতিরিক্ত গাঢ় বা অতিরিক্ত পাতলা হতে পারে তখন ঐটা আর কিভাবে নামের মাধ্যমে ব্যবহার করবেন। তার জন্য অবশ্যই আপনাকে রং বা কালারের কোড বা মান বের করতে হবে। আর এটি বের করার সহজ উপায় হচ্ছে অ্যাপের মাধ্যমে। আমি মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জন্য একটি অ্যাপ নিয়ে আলোচনা করব।
অ্যাপটির নাম:
অ্যাপটির নাম হচ্ছে Pixie এটির মাধ্যমে আপনি রং বা কালারের HTML, HEX, RGB, CMYK এবং HSV এর কোড বা মানগুলি জানতে পারবেন। সাধারণত রং বা কালারের কোড বা মান হয়ে থাকে সংখ্যা ভিত্তিক। আর যার সংখ্যা হয়ে থাকে ৬ সংখ্যার।
ডাউনলোড লিংক:
আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারের জন্য Pixie অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং পোর্টেবল। তাই স্বাচ্ছন্দ্যে এটি ব্যবহার করতে পারেন।
ব্যবহার:
অ্যাপটি ডাউনলোড করার পর আপনার পিসিতে ইনস্টল করে নিন এবং ওপেন করুন। এইবার আপনার যেকোন ছবি বা ডেস্কটপ অথবা যেকোন ফাইলে থাকা রং বা কালার যদি পছন্দ হয়ে থাকে এবং সেটির HTML, HEX, RGB, CMYK এবং HSV এর কোড বা মান বের করতে বা জানতে চান তাহলে সেটির উপর মাউসের কার্সার নিন। আর সাথে সাথে দেখবেন উক্ত রং বা কালারের কোড বা মান এর প্রত্যেকটি ফরমেটের আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। এইবার আপনি যে কাজে রং বা কালারের কোডটি ব্যবহার করতে চান সেখানে ব্যবহার করতে পারেন।
আশা করি এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে ওয়েব ডিজাইনাররা ও গ্রাফিক্স ডিজাইনাররা এখন থেকে পছন্দের রং বা কালারের HTML, HEX, RGB, CMYK এবং HSV এর কোড বা মান সহজে বের করতে পারবেন। আর হ্যাঁ, এই বিষয়ে যারা জানেন না তাদের জন্য এই টপিক। আর যারা জানেন ভালো কথা।
আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।
সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট - www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।
0 comments:
Post a Comment